ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

জবির বাসে হামলার ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করতে হবে -  ইসলামী ছাত্র আন্দোলন


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৪:১৩ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম জবির বাসে হামলার ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করতে হবে -  ইসলামী ছাত্র আন্দোলন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফাইল ছবি

 

 

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী উল্কা-৪ বাসে পরিবহন শ্রমিকদের হামলা, বাসচালক ও সহকারিসহ ৯ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিচার নিশ্চিতে তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে পাঠানো ছাত্র সংগঠনটির জবি শাখার প্রচার সম্পাদক মো. শাহিন আলমের সই করা এক বিবৃতিতে এমন দাবি করা হয়। সংগঠনটির জবি শাখার সভাপতি আব্দুল ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান এ ঘটনাকে ‘অমানবিক ও আগ্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে দোষীদের বিচারের আড়াল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমঝোতার নাটক করছে বলে দাবি করেছেন।

 

বিবৃতিতে নেতারা বলেন, ‘এই ঘটনায় শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্তের পরিবর্তে দোষীদের আড়াল করতে এবং সমঝোতার চেষ্টা করছে, যা ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আমরা প্রশাসনকে জানাতে চাই, নিরাপত্তা নিশ্চিত না হলে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।’

 

নেতারা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে প্রশাসন ন্যাক্কারজনকভাবে দোষীদের আড়াল করতে সমঝোতার পথ বেছে নিয়েছে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনের জন্য ক্ষতিকর হবে। আমরা দ্রুত তদন্তপূর্বক দোষীদের শাস্তির সম্মুখীন করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানাচ্ছি।’

জানা যায়, রবিবার (২৯ ডিসেম্বর) সকালে মহাখালীর বাস টার্মিনাল এলাকায় একতা পরিবহনের একটি বাস সড়ক বন্ধ করে দাঁড়িয়ে থাকার প্রতিবাদ করায় জবির শিক্ষার্থীবাহী উল্কা-৪ বাসের হামলা চালায় অর্ধশতাধিক পরিবহন শ্রমিক। এঘটনায় বাসের চালক জগদিশ চন্দ্র দাস গুরুতর আহত হন। তার চোখ ও হাত মারাত্মক জখম হয়। এছাড়াও বাসের সহকারিসহ সাত শিক্ষার্থীও আহত হন।   

পরে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, পরবর্তী সময়ে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনায় বসেন। পারস্পরিক আলোচনার পর বিশ্ববিদ্যালয় বাস মেরামত, আহতদের চিকিৎসা ব্যয় বহন এবং হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার সম্মতির ভিত্তিতে দুপক্ষের সমঝোতায় বিষয়টি সুরাহা হয়।

আলোচনার বিষয়ে জানা যায়, দুই পক্ষের দীর্ঘ আলোচনার পর একতা পরিবহনকে দেড় লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

 

 

Side banner
Side banner
Link copied!