ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

ঢাবি উপাচার্যের সাথে তর্কে লিপ্ত হওয়ার অভিযোগে ঢাবি ছাত্রদলের চার নেতাকে শোকজ


| গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৪:৩৩ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ঢাবি উপাচার্যের সাথে তর্কে লিপ্ত হওয়ার অভিযোগে ঢাবি  ছাত্রদলের চার নেতাকে শোকজ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে তর্কে লিপ্ত হওয়ার অভিযোগে শাখা ছাত্রদলের চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪ জানুয়ারির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর একটি লিখিত ব্যাখ্যা সশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেওয়া হলো।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন হাজী মুহম্মদ মহসিন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মনসুর আহমেদ রাফি, বিজয় একাত্তর হল শাখার দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস, মাস্টারদা সূর্যসেন হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আবিদুর রহমান মিশু এবং বিজয় একাত্তর হল ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সুলতান মো. সালমান সিদ্দিক।

 

Side banner
Side banner
Link copied!