ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

বেরোবি’র নতুন অর্থ ও হিসাব পরিচালক অধ্যাপক ড. শাহজামান


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১২:০৩ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম বেরোবি’র নতুন অর্থ ও হিসাব পরিচালক অধ্যাপক ড. শাহজামান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

 

 

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. রুহুল আমিনকে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩ জানুয়ারি এ কথা জানানো হয়।

এতে আরও জানানো হয়, গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে অধ্যাপক ড. মো. রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে প্রশাসনিক পদ হতে অব্যাহতি দেওয়া হয়। 

 

ড. রুহুল আমিন এ্কই সাথে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন। এতে আরও জানানো হয়, তাকে (রুহুল আমিন) অব্যাহতি দিয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

একই ঘটনায় প্রফেসর ড. মো. রুহুল আমিনকে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Side banner
Side banner
Link copied!