ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

কুয়েট পরিস্থিতির কারণ অনুসন্ধানে ছাত্রদলের কমিটি প্রেরন


| গণযোগ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:০০ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম কুয়েট পরিস্থিতির কারণ অনুসন্ধানে ছাত্রদলের কমিটি প্রেরন

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ সৃষ্ট অনাকাঙ্ক্ষিত  পরিস্থিতির কারণ অনুসন্ধান এর লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,  সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ও সোহেল রানাকে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান দিয়েছেন বলে সংগঠনটির দপ্তর সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

 

এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  ১৯ই ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)- এ উদ্ভূত পরিস্থিতি নিয়ে  ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ কর্তৃক একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন  ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।


 

Side banner
Side banner
Link copied!