ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, আটক ৪০


কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ১১:১৪ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, আটক ৪০

টঙ্গীর কেরাণিটেক বস্তিতে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ ২২ লাখ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে।

গতকাল (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

সেনাবাহিনী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

 
কালের সমাজ/এ.স/আ.য

Side banner
Side banner
Link copied!