ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক


কালের সমাজ | জেলা প্রতিনিধি,রাজবাড়ী প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ১০:৫৪ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। আজ (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কাটলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, গতকাল (১২ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিট হতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।আজ (১৩ ডিসেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে চলাচল স্বাভাবিক হয়। ২০ মিনিট ফেরি চলাচল স্বাভাবিক থাকার পর সকাল ৬টা ৩০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল সোয়া ৭টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বলেছেন, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সোয়া ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করছে। বর্তমানে এই নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

 

কালের সমাজ/এ.স/আ.য

Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Side banner
Link copied!