২৯ ডিসেম্বর ২০২৪ : ২৯ বছর পেরিয়ে গেলেও এখনো একুশে পদকপ্রাপ্ত চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি। পথে পথে ঘুরে খবরের পেছনে থাকা এ সাংবাদিকের মৃত্যুর নেপথ্যে কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা উদঘাটনের দাবি জানিয়েছেন সংবাদিক নেতারা।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের উদ্যোগে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সাংবাদিক নেতারা এ দাবি তোলেন।
তার স্মৃতিচারণ করে সাংবাদিকরা বলেন, রংপুরের কৃতি সন্তান মফস্বল সাংবাদিকতার দিকপাল চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের লেখনিতে উঠে এসেছিল গ্রাম-বাংলার অজানা অনেক কথা। সততা, ধৈর্য্য আর অসীম সাহসিকতাকে পুঁজি করেই তিনি সাংবাদিকতায় দক্ষতার পরিচয় দিয়েছিলেন। যার কারণে তার লেখনিতে পাঠকরা ছিল সব সময় জাগরিত সমাজের একাংশ। খবরের পেছনে থাকা খবর সংগ্রহ করে লিখতেন যিনি। এটাই যার নেশায় রূপ নিয়েছিল। যা ছিল দেশের সাংবাদিকতার ইতিহাসে এক নতুন মাত্রা। তিনি একজন সফল গবেষকও ছিলেন।
তবে তার মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হলেও ২৯ বছরেও রহস্য উদঘাটিত হয়নি। দ্রুত সময়ের মধ্যে তার মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানানো হয়। এছাড়া তার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়
সংবাদিকতার মহাপ্রাণ মোনাজাতউদ্দিন ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ফুলছড়ি থানার যমুনা নদীতে কালাসোনার ড্রেজিং পয়েন্টে দুটি নৌকাডুবির তথ্যানুসন্ধান করতে অসুস্থ শরীর নিয়ে যাত্রা শুরু করেন গাইবান্ধায়। যাওয়ার পথে ‘শেরেবাংলা’ নামক ফেরিতে তিনি দুর্ঘটনায় পড়েন। ফেরির ছাদ থেকে হঠাৎ করেই পানিতে পড়ে যান তিনি। স্থানীয় নৌকার মাঝিরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারলেও তাকে বাঁচানো যায়নি।
রংপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সাঈদ আজিজ চৌধুরীর সভাপতিত্ব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। স্মরণসভায় তার সাংবাদিকতা ও জীবনদর্শন নিয়ে আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার ব্যুরো প্রধান মাহবুবুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল ইসলাম চুন্নু, আরপিইউজের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হাসান চান, প্রচার সম্পাদক ও কালবেলার জেলা প্রতিনিধি রেজওয়ান রনি, ডেইলি অবজারভারের লাবনী ইয়াসমিন, আমার দেশের মেজবাহুল হিমেল, খবরের কাগজের সেলিম সরকারসহ রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।