ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


গণযোগ | শরীয়তপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০২:১১ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ করছে। ছবি: শরীয়তপুর প্রতিনিধি

 

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলায় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবিদার কান্দি এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি  সুরুজ আহমেদ খান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন বলেন, কানাডা প্রবাসী আতাউর রহমান খান দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার উন্নয়নের পাশাপাশি অসহায়দের জন্য কাজ করে চলছেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় শীতার্ত মানুষ যাতে এই প্রচন্ড শীতে কষ্ট না পায় এর জন্য অসহায়দের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগ অব্যহত থাকবে।

উল্লেখ্য, দীর্ঘ দিন যাবৎ শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবার ও নারীদের সাবলম্বী এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছেন। বিশেষ অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ, প্যারাইলাইসড রোগীদের চিকিৎসা ও তাদের সন্তানদের পড়াশোনা এবং কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখছেন।

Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Side banner
Link copied!