ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

শরীয়তপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি’র (পুনাক) শীতবস্ত্র বিতরণ


গণযোগ | শরীয়তপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৪:০১ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম শরীয়তপুরে  পুলিশ নারী কল্যাণ সমিতি’র (পুনাক) শীতবস্ত্র বিতরণ
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ । ছবি: শরীয়তপুর প্রতিনিধি

 

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। পুনাক শরীয়তপুরের সভানেত্রী কামরুন নাহার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ-উজ-জামান, মো. আদিবুল ইসলাম।
এসময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার 
সাংবাদিক ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, 'অসহায় এসব মানুষদের প্রতি বুক ভরা ভালবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শরীয়তপুর তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা চেয়েছি এই মানুষগুলোও আমাদের মতো একটু উষ্ণতা উপভোগ করুক। আমরা মনে করি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব। আমরা এভাবে তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।'

সভাপতির বক্তব্যে কামরুন নাহার পপি বলেন, সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে। ভবিষ্যতেও পুনাক মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Side banner
Link copied!