ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ হবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে- জামায়াত সেক্রেটারী


| নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০১:২৮ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ছাত্র-জনতার রক্তের  ঋণ শোধ হবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে- জামায়াত সেক্রেটারী
ছবি: শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে

 
 

“ছাত্র-জনতার রক্ত ও চোখের পানির বিনিময়ে অর্জিত ঋণ আমাদের শোধ করতে হবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে”

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা একটা কালযুগ পাড় করেছি। জুলাই-আগস্টের বীর ছাত্র-জনতার রক্ত ও চোখের পানির বিনিময়ে অর্জিত ঋণ আমাদের শোধ করতে হবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। প্রয়োজনীয় সংষ্কার না করে এবং পতিত ফ্যাসিস্ট ও প্রশাসনে তাদের দোসরদের রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবেনা।

 

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংষ্কারের পর আসুন আমরা সকলে মিলে নির্বাচনের দিকে এগিয়ে যাই। চাঁদাবাজি করে যারা কলকারখানার চাকা বন্ধ করে দিতে চায়, তাদের দ্রুত গ্রেফতার করুন। মুক্তিযুদ্ধে যে চেতনার কথা বলা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। ২০২৪-এ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। জামায়াতে ইসলামী দেশে একটি সুদমুক্ত এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমেই আমাদের সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

 

প্রধান অতিথি আরও বলেন, ইতিহাসের জঘন্যতম সাজানো মিথ্যা জুডিশিয়াল ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নেতাদের হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা ও ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দিয়ে আল্লাহর নেক বান্দাদের হত্যা করা হলেও নিষ্ঠুর স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্তর কাপে নাই। 

 

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর সদর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

 

জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মোঃ সামিউল হক ফারুকী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলার সাবেক আমীর মোঃ আবুল হাশেম খান, ২০২৪ এর আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী মুকুল কুমার দত্ত, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাঃ জামাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ হোসেন আলী। 

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ঠ চিকিসৎক ডা. মোহাম্মদ হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সফি উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মুহাম্মদ ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনিছুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, ইসলামী ছাত্র শিবিরে সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমীর সালাহ উদ্দিন আইয়ুবী, জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি এটিএম মুজাহিদুল ইসলাম, কালিয়াকৈর পৌরসভা আমীর মোঃ ইয়াসিন আলী মৃধা, কাপাসিয়া আমীর মাওঃ ফরহাদ হোসেন মোল্লা, কালিগঞ্জ থানা আমীর মাওঃ মাহমুদুল হাসান, শ্রীপুর আমীর মাওলানা নূরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন প্রমুখ।

 

 

Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Side banner
Link copied!