ডেস্ক নিউজ: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার প্রবীণ সদস্য (রুকন) ও গান্না ইউনিয়ন জামায়াতের সভাপতি হারুনুর রশিদ খান বার্ধক্যজনিত কারণে ৮ গত জানুয়ারি ৭৬ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। ৯ জানুয়ারি বেলা ২টায় নিজ বাসভবনে জানাযা শেষে তাঁকে বেতাই সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ক্যান্টনমেন্ট থানার সাবেক আমীর ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রবীন রুকন আবু তালেব মাওলানা ৯ জানুয়ারি বুধবার রাত ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুমের প্রথম নামাজে জানাজা ১০ জানুয়ারি সকাল ৮টায় ভাষানটেক নিজ বাসস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
হারুনুর রশিদ খান ও আবু তালেব মাওলানার এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (১০ জানুয়ারি) এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ‘হারুনুর রশিদ খান ও আবু তালেব ম-ল এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ২ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।’