বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নরসিংদীর রায়পুরা উপজেলাধীন চাঁনপুর ইউনিয়ন কর্তৃক বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব মানিক, রায়পুরা উপজেলা বিএনপি সিনিয়র সহ সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌরসভা যুব দলের আহবায়ক ইঞ্জিনিয়ার সুমন নেওয়াজ, সদস্য সচিব সোহেল সহ সকল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।