ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

এফডিআই আকর্ষণে হিটম্যাপ তৈরি করছে বিডা


| গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৪:৪৮ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম এফডিআই আকর্ষণে হিটম্যাপ তৈরি করছে বিডা
ছবি: সংগৃহীত

 

গণযোগ ডেস্ক:

“বিশ্বব্যাপী সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআিই) একটি দেশের জিডিপির ৩ থেকে ৪ শতাংশ আদর্শ মানদন্ড ধরা হয়। সেখানে আমরা অনেকটায় পিছিয়ে।”

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) হেড অব বিজনেস ডেভলপমেন্ট নাহিয়ান রহমান রচি ইআরএফ-এর সেমিনারে  একথা বলেন।

গত বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর পুরান পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেন্স’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

 

তিনি বলেন, এফডিআইয়ে বাংলাদেশে গত চার-পাঁচ বছর ০ দশমিক ৩ শতাংশের কাছাকাছি রয়েছে। যেখানে ভিয়েতনামে ৪ শতাংশের উপরে। আমাদের বিনিয়োগের জন্য অনেক অবকাঠামোগত সমস্যা আছে।

কিন্তু তার বাইরেও বিনিয়োগ আকর্ষণ ও প্রমোশনের ক্ষেত্রে অনেক কাঠামোগত সমস্যা আছে। তাই এই হিটম্যাপ তৈরি করছে বিডা। ভবিষ্যতে বিনিয়োগ আকর্ষণের সব কাজ এই হিটম্যাপকে লক্ষ্য করেই করা হবে।

 

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

 

নাহিয়ান রহমান রচি আরও বলেন, এই হিটম্যাপ করতে গিয়ে দেখা যায় কাঠামোগত সমস্যার বাইরেও আমাদের বিনিয়োগ আকর্ষণ অপরিকল্পিত ও অগোছালো এবং অস্থায়ীভাবে করে আসছি। সাজানো গোছানোভাবে বিনিয়োগ আকর্ষণ করতে পারিনি।

শ্রীলংকা ও মালয়েশিয়া এফডিআই’র জন্য গবেষণা করেছে। তারা দেখেছে ভৌগলিকভাবে কোন কোন এলাকায় কোন কোন বিনিয়োগ অগ্রাধিকার পাবে এবং সেই আলোকে একটা গাইডলাইন করেছে। সেই গাইডলাইন অনুযায়ী তারা বিনিয়োগ আকর্ষণ করে থাকে। আমরাও সেই আলোকে এফডিআই হিটম্যাপ করার চেষ্টা করেছি।

এজন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন দূতাবাস, ট্রেডবডি ও  বিনিয়োগ সংশ্লিষ্ট ২০টির মতো সংস্থার সাথে কথা বলে ১৯টি খাতকে অগ্রাধিকার দিয়ে ৪টি টার্গেট ঠিক করে একটি ইনডেক্স তৈরি করেছি। ভবিষ্যতে বিনিয়োগের সব কাজ এই হিটম্যাপকে লক্ষ্য করেই করা হবে। 

 

Side banner
Side banner
Link copied!