ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.
এনবিআর-এর প্রজ্ঞাপন

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক হ্রাস,আগাম কর প্রত্যাহার


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ১১:১২ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক হ্রাস,আগাম কর প্রত্যাহার

 

 

গণযোগ ডেস্ক:

দেশে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক হ্রাস এবং রেগুলেটরি শুল্ক ও আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

গত সোমবার (২০ জানুয়ারি) জনস্বার্থে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

 

এতে বলা হয়, বর্তমানে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক (সিডি) ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ এবং ৩ শতাংশ রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫ শতাংশ আগাম কর (এটি) দেওয়া থেকে সম্পূর্ণ অব্যাহতি দেয়া হয়েছে।

 

এই অব্যাহতি দেয়ার ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ হতে কমে সাড়ে ৩১ শতাংশে নেমে এসেছে।

 

প্রজ্ঞাপনের ফলে প্রতিটি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ প্রকারভেদে ১ হাজার ৫০০ টাকা হতে ৭ হাজার টাকা পর্যন্ত কমবে। আমদানি ব্যয় কমার কারণে এয়ার পিউরিফায়ার জনগণের নিকট কমদামে সহজলভ্য হবে।

 

এয়ার পিউরিফায়ারের বহুল ব্যবহার জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে।

facebook sharing button

 

 

Side banner
Side banner
Link copied!