ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

কর্মকর্তা ও দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন বানিজ্য সচিব


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৬:৫২ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম কর্মকর্তা ও দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন বানিজ্য সচিব
ছবি: পিআইডি

 

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫:

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন আমাদের অগ্রাধিকার কর্মসূচি। 

তিনি আজ (২৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এর দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহবান জানান। বাণিজ্য সচিব হিসেবে যোগদানের পর এটাই কর্মকর্তাদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সভা।

মাহবুবুর রহমান বলেন, রমজান মাসে জনগণকে স্বস্তিতে রাখতে যে কর্মসূচি নেয়া হয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন আমাদের অগ্রাধিকার কর্মসূচি। 

তিনি টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম মনিটরিং জোরদার করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ।

 

সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) ড. নাজনীন কাওসার চৌধুরী, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ উপস্থিত ছিলেন।

 

গতকাল (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতির আদেশ জারি করে। তিনি ১৩ তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন সদস্য। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

Side banner

অর্থ-বানিজ্য বিভাগের আরো খবর

Side banner
Link copied!