ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

রমজানে কিছু নিত্যপণ্যে ভ্যাট অব্যাহতি, থাকবে শর্ত- এনবিআর


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ১১:৩৩ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম রমজানে কিছু নিত্যপণ্যে ভ্যাট অব্যাহতি, থাকবে শর্ত- এনবিআর
রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ড ভবন। ছবি: গণযোগ

 

০৩ মার্চ ২০২৫:

পবিত্র রমজান মাসে বাজারে দাম স্থিতিশীল রাখতে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার এই বিষয়ে প্রজ্ঞাপনে জারি করে এনবিআর।

প্রজ্ঞাপন অনুসারে, উৎপাদন পর্যায়ে রেপসিড তেল, কোলজা বীজ তেল এবং ক্যানোলা তেলের উপর ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। তবে উৎপাদন পর্যায়ে সরিষার তেলের উপরও ভ্যাট অব্যাহতি থাকবে। যার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই।

তবে যারা সরাসরি গ্রাহকদের কাছে আমদানি করে বিক্রি করেন তারা ভ্যাট অব্যাহতির জন্য যোগ্য হবেন না। পণ্যগুলোতে ভ্যাট সুবিধা পেতে বেশ কিছু শর্ত মানতে হবে, যার মধ্যে রয়েছে-ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সবধরনের রেজিস্ট্রার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল ইত্যাদি।

 

এ ছাড়া দেশে উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়িক পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলো হলো- বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়ো মরিচ, ধনেপাতা, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড তেল, কোলজা বীজ তেল, ক্যানোলা তেল এবং ডাল বা ডাল-জাতীয় খাদ্যশস্য।

 

Side banner

অর্থ-বানিজ্য বিভাগের আরো খবর

Side banner
Link copied!