ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

আইএমএফ’র সব শর্ত মেনে বাংলাদেশ ঋণ নিতে চায় না: অর্থ উপদেষ্টা


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১২:২০ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম আইএমএফ’র সব শর্ত মেনে বাংলাদেশ ঋণ নিতে চায় না: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ বলেছেন, আইএমএফের সব শর্ত মেনে বাংলাদেশ ঋণ নিতে চায় না।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন এ কথা বলেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল নয়।

 

তিনি আরও বলেন, আইএমএফের কাছ থেকে ১.২ বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ। এতে সম্মতি দিয়েছে তারা। আর ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে।

ট্রাম্পের শুল্কনীতি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে, এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ট্রাম্পের নতুন শুল্কনীতিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ।

তিন মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

গণযোগ/মিশরী হক

Side banner

অর্থ-বানিজ্য বিভাগের আরো খবর

Side banner
Link copied!