ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান,অস্ত্রসহ গ্রেপ্তার ১২


কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৭:৫৭ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান,অস্ত্রসহ গ্রেপ্তার ১২

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

অভিযানে যৌথবাহিনী দুর্বৃত্তদের কাছে থেকে একটি রিভলভার, আট রাউন্ড অ্যামুনেশন, পাঁচটি চাপাতি এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও অ্যামুনেশনসহ দুর্বৃত্তদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কালের সমাজ/আ.ট/আ.য

Side banner
Side banner
Link copied!