সারা দেশে অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-১৪ আসনের এমপি ও দারুস সালাম থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু`র নেতৃত্বে "বিক্ষোভ মিছিল" অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা ২.৩০ ঘটিকায় হযরত শাহ্আলী বোগদাদী (রহ.) এর মাজার শরীফের সামনে থেকে মিরপুর-১ নং হয়ে সনি সিনামহলের সামনে গিয়ে শেষ করে।
মিছিল শেষে এস এ সিদ্দিক সাজু সফল ও সুশৃঙ্খলভাবে এই বিক্ষোভ মিছিল পালন করায় নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, গনতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালমান থাকবে। এলাকায় কোন চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের যে কোন ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন তিনি।
বিক্ষোভ মিছিলে দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের ৯ নং, ১০ নং ওয়ার্ড ও থানার অন্তর্গত সহযোগী সংগঠন, কাউন্দিয়া স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠন, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের ৭ নং, ১১ নং, ১২ নং, ১৩ নং ওয়ার্ড ও থানার অন্তর্গত সহযোগী সংগঠন, শাহ্আলী স্বেচ্ছাসেবক দলের ৮ নং, ৯৩ নং ওয়ার্ড ও থানার অন্তর্গত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ//এ.স//র.ন