ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি শামসুদ্দিন ও মহাসচিব মামুন


নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৮:৫৫ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি শামসুদ্দিন ও মহাসচিব মামুন

শনিবার (৭ ডিসেম্বর) তথ্য ভবনে  বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় ৯৭ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। 

ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ। 

 

নির্বাচনে সভাপতি পদে আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ১২১ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ইয়াকুব আলী পেয়েছেন ১১৬ ভোট। মহাসচিব পদে মামুন অর রশিদ ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার ফয়সাল হাসান পেয়েছেন ১০৬ ভোট।


উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের ১৮তম ব্যাচের এবং নবনির্বাচিত মহাসচিব মো. মামুন অর রশিদ ৩৬তম ব্যাচের কর্মকর্তা।

 

কালের সমাজ//র.ন

Side banner
Side banner
Link copied!