ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

৪ দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,(ঢাবি) প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৫:০৯ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ৪ দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বন্ধ থাকবে।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে এই তথ্য জানান ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘দেশের ল এন্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে আমি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের টিএসসি স্টেশন ৪ দিন বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি। এসময় যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই ৪ দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন। এ বিষয়ে শিগগিরই মেট্রোরেলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।’


তিনি বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ৬টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই আমরা মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধের সুপারিশ করলে সেটা গৃহীত হয়।’
 


কালের সমাজ//এ.স//র.ন

Side banner
Side banner
Link copied!