ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.
৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই ও মাধ্যমিকের ৮টি বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এছাড়া ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির বই ও ২০ তারিখের মধ্যে সকল শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।

আজ থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে প্রাথমিক-মাধ্যমিকের পরিমার্জিত বই - এনসিটিবি


গণযোগ প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০২:১০ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম আজ থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে প্রাথমিক-মাধ্যমিকের পরিমার্জিত বই - এনসিটিবি

 

গণযোগ ডেস্ক : প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি পরিমার্জন করা বই  আজ থেকে অনলাইনে এনসিটিবির ওয়েবসাইটে পাওয়া যাবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, বুধবার ঢাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই ও মাধ্যমিকের ৮টি বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এছাড়া ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির বই ও ২০ তারিখের মধ্যে সকল শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।

৪১ কোটির মধ্যে ৬ কোটি বই দেওয়া হয়ে গেছে আরও চার কোটি বই দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন এনসিটিবি চেয়ারম্যান।

 

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর

Side banner
Link copied!