ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.
চাঁপাইনবাবগঞ্জ জেলার

শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় শ্রেনীকক্ষ পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১২:১১ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম শিবগঞ্জে  প্রাথমিক বিদ্যালয় শ্রেনীকক্ষ পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
শিবগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা । ছবি: সংগৃহীত

 

২৩ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন অন্তবর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এসময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন  শ্রেনীর ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা উপদেষ্টাকে কাছে পেয়ে বেশ উৎফুল্ল বোধ করেন এবং আগ্রহ নিয়ে  নিজেদের নানা বিষয় তুলে ধরেন।

এর আগে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বিদ্যালয়ে গিয়ে পৌছালে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সহ অন্য সকল শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে উপদেষ্টাকে স্বাগত ও শুভেচ্ছা জানানো হয়।

 

এসময় উপদেষ্টার সাথে ছিলেন প্রাথমিক অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইন্সট্রাক্টর ইউআরসি, ইন্সট্রাক্টর পিটিআই, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সহ বিশাল সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। 

 

উপদেষ্টা এসময় কোমলমতি শিক্ষার্থীদের সাথে অনেক সময় কাটান এবং তাদের বিভিন্ন স্বপ্নের কথা শোনেন। উপদেষ্টা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে পড়াশোনা নিয়ে কথা বলেন এবং তাদের সুযোগ সুবিধা নিয়ে জানতে চান। 

শিবগঞ্জের বাসিন্দা শফিকুল ইসলাম নামে একজন শিক্ষক গণযোগকে বলেন, উপদেষ্টার এই আগমন ও বিদ্যালয় পরিদর্শন ক্ষুদে শিক্ষার্থীদের মনে দারুন প্রভাব ফেলবে। এবং তাদের ভবিষ্যতে এগিয়ে যেতে অনুপ্রানিত করবে।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর

Side banner
Link copied!