ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

অধ্যাপক আবরার উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বুধবার


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ১২:১৪ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম অধ্যাপক আবরার উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বুধবার
অধ্যাপক সি আর আবরার। ফাইল ছবি

ঢাকা, ৫ মার্চ, ২০২৫:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে প্রেস সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (৫মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে শপথ নেবেন অধ্যাপক আবরার।

অধ্যাপক আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

মিডিয়া ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর

Side banner
Link copied!