ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

৩ দিন ব্যাপী ‘পন্ডিত বিরজু মহারাজ ত্রয়োদশ কথক নৃত্য উৎসব-১৪৩১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে


গণযোগ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০২:৩৩ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ৩ দিন ব্যাপী ‘পন্ডিত বিরজু  মহারাজ ত্রয়োদশ কথক  নৃত্য উৎসব-১৪৩১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে

আগামী ৩ দিন ব্যাপী ‘পন্ডিত বিরজু  মহারাজ ত্রয়োদশ কথক নৃত্য উৎসব-১৪৩১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কথক নৃত্য সম্প্রদায়ের আয়োজনে, উৎসবের প্রথম ২ দিন যথাক্রমে ২৪ ও ২৫ ডিসেম্বর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এবং তৃতীয় দিন ২৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামে এই নৃত্য  উৎসব অুনষ্ঠিত হতে যাচ্ছে।

 উল্লেখ্য, কথক নৃত্য শিল্পী সাজু  আহমেদ এর দল এই ‘কথক নৃত্য সম্প্রদায়’। 

প্রতিদিনই সন্ধ্যা ৬ টা থেকে অনুষ্ঠানটি শুরু হবে বলে, সংগঠনের এক আমন্ত্রণ বার্তায় বিষয়টি গণমাধ্যমে জানানো হয়েছে।

Side banner
Side banner
Link copied!