ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

৮ বছর পর অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদ


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৪:১৯ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ৮ বছর পর অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদ
২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি, ২০২৪ সালে ডিভোর্স করলেন

 

আন্তর্জাতিক ডেস্ক:

শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বিচ্ছেদ হলো হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের। অনেকদিন ধরেই  চলছিল আইনি লড়াই। অবশেষে গত সোমবার ৪৯ বছরের জোলি ও ৬১ বছরের ব্র্যাড পিট বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

 

প্রতিবেদনে বলা হয়, জোলির আইনজীবী জেমস সাইমন এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেন, ‘আট বছরেরও বেশি সময় আগে, পিটের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেন জোলি। জোলি এবং তার সন্তানেরা পিটের সঙ্গে ভাগ করা সমস্ত সম্পত্তি ছেড়ে দেন। সেই সময় থেকে পরিবারের শান্তি ফেরানোর জন্য মনোনিবেশ করেন তিনি।’

জেমস সাইমন বলেন, ‘আট বছর আগে শুরু হওয়া দীর্ঘ চলমান প্রক্রিয়ার একটি অংশ এটি। সত্যি বলতে, অ্যাঞ্জেলিনা ক্লান্ত। তবে এই অংশটি শেষ হওয়ায় তিনি স্বস্তিবোধ করছেন।’

তবে ব্র্যাড পিটের আইনজীবীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয় যায়নি। 

ব্র্যাঞ্জেলিনা’ খ্যাত হলিউডের জনপ্রিয় জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার শুটিং চলাকালীন তাদের সম্পর্কের শুরু হয়। এরপর বহু জল্পনা-কল্পনার পর ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তাদের ছয় সন্তান রয়েছে। ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেন জোলি।  

Side banner
Side banner
Link copied!