ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

আলোচনায় রোজা’র সাবেক প্রেমিক ফায়েজ বেলাল; প্রতারণার অভিযোগ!


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৩:৫৩ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম আলোচনায় রোজা’র সাবেক প্রেমিক ফায়েজ বেলাল; প্রতারণার অভিযোগ!
ছবি: সংগৃহীত

 

 

বিনোদন ডেস্ক: দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন গায়ক-অভিনেতা তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদ। 

সোমবার তাহসানের বিয়ের খবর নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, ফায়েজ বেলাল নামে এক যুবককে ধোঁকা দিয়ে নাকি তাহসানের সঙ্গে সংসার পেতেছেন রোজা আহমেদ। ফায়েজ দাবি করেন, রোজার সঙ্গে নাকি দুই বছরের প্রেম ছিল তার।

এরপর তা নিয়ে তৈরি হয় নানা ধোঁয়াশা। তাহসানের স্ত্রী রোজা আহমেদের পরই আলোচনায় আসেন তার কথিত সাবেক প্রেমিক ফায়েজ বেলাল।

সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকার আয়োজনে তাহসান-রোজার বিয়ে প্রসঙ্গে ফায়েজকে ডেকে আনা হয়। সেখানে রোজা আহমেদের নাম মুখে না নিলেও পরোক্ষভাবে কথিত সাবেককে নিয়ে নানান কথা বলেন। সাক্ষাৎকারে ফায়েজ এও দাবি করেন, রোজার বিয়ে হওয়ায় ফায়েজের মা কান্নাকাটি করছেন!

 

ফায়েজের কথায়, ‘আমার কারও ওপর অভিমান নেই। আমি তাদের দুজনকেই অসংখ্য শুভকামনা জানাই। ওর বিয়ের খবরে (রোজা আহমেদ) আমার মা সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন, মানে আমার থেকেও বেশি। তিনি আমাকে আজকে এই সাক্ষাৎকারে আসতে দিতে চাননি।’

ফায়েজ বলেন, ‘তখন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছেন আর সে সময় তার চোখে পানি দেখছি। জিজ্ঞাসা করলাম কাঁদছেন কেন, তখন আম্মু উত্তর দিলেন এরকম তো অনেককেই খাইয়ে দিয়েছি। আমি তার নাম বলতে চাই না; তখন আমিও মা কে ধরে কান্না করে দেই।’

উল্লেখ্য, ফায়েজ বেলাল পেশায় একজন ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার। তার বাবার নাম সেলিম শিকদার ও মায়ের নাম ফজিলাতুন্নেসা। তিনি বর্তমানে ঢাকার খিলক্ষেতে বসবাস করেন।

Side banner
Side banner
Link copied!