বিনোদন ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীর বঞ্চনা, ত্যাগ ও সংগ্রামের
আখ্যান চলচ্চিত্রে খুব বেশি উঠে আসেনি। "নকশীকাঁথার জমিন" চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত প্রান্তিক নারীদের বয়ান। বাংলাদেশের নারীদের, বিশেষ করে শ্রমজীবী নারীদের মুক্তির সংগ্রাম এখনো চলছে। নারীদের সংগ্রাম কে সম্মান জানিয়ে ও তাঁদের অনুপ্রাণিত করতে "নকশীকাঁথার জমিন"-এর দল বসুন্ধরা সিটির শপিং মলের স্টার সিনেপ্লেক্সে গত সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৪:১৫তে সকল শ্রেণির নারীদের জন্য আয়োজন করেছে "নকশীকাঁথার জমিন"-এর এক বিশেষ প্রদর্শনী।
বাংলাদেশের নারীদের সংগ্রামকে সম্মান জানিয়ে ও তাঁদের অনুপ্রাণিত করতে "নকশীকাঁথার জমিন"- এর দলের আয়োজন করা হয়েছে। এতে সকল শ্রেনী-পেশার নারীদের (গার্মেন্টস শ্রমিক, পরিচ্ছন্নতাকর্মী,গৃহকর্মী,গৃহবধূ, ছাত্রী, শিক্ষক, চিকিৎসক, নার্স, প্রশাসক, লেখক, নারী একটিভিস্ট) স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বসুন্ধরা সিটির শপিং মলের স্টার সিনেপ্লেক্সে নকশী কাঁথার জমিন এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রটির প্রদর্শন শেষে দর্শকরা নানাভাবে তাদের উচ্ছাস প্রকাশ করেছেন।