ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

ভারতীয় ভিসা পেলেন না পরীমনি!


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৪:৫১ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ভারতীয় ভিসা পেলেন না পরীমনি!
চিত্র নায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

 

গণযোগ ডেস্ক: কলকাতায় আজ ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে দেবরাজ সিংয়ের ছবি ‘ফেলু বক্সী’। এটি ওপার বাংলায় পরীমনি অভিনীত প্রথম কোন বাংলা ছবি। তার বিপরীতে আছেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। 

ভারতীয় ভিসা না পাওয়ায় পরীমনি নিজের ছবির অভিষেকে যোগ দিতে পারলেন না ।

গতকাল( ১৬ জানুয়ারি) পরীমনি আফসোস প্রকাশ করে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট করেন। গণযোগের পাঠকদের জন্য  হুবহু  এই অভিনেত্রীর ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো..

 

“আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সি’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভিষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাই কে। দেব সিনহা, অদ্বিতী বোস, সোহাম চক্রবর্তী, মধুমিতা কান্না পাচ্ছে কিন্তু আমার! 


ডানা কাটা পরী বলেই আজ উরে যেতে পারি না। 
যাইহোক, কলকাতা আমি যেতে পারি নি কিন্তু ফেলুবক্সির লাবণ্য কে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম…….

প্রিয় কলকাতা ভালোবাসা নিও।”

Side banner
Side banner
Link copied!