বিনোদন ডেস্ক: অপেক্ষাকৃত কম বিতর্কই যেন তাড়া করে তাকে, সমালোচনাও তাকে ছাড় দেয় হয়তো। এসব ছাপিয়ে বরং দুই বাংলার চলচিত্রে বেশ শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। আমাদের বাংলাদেশের মেয়ে জয়া আহসান।
১৯৯৮ সালে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। ২০১১ সালে ১৩ বছরের সেই দাম্পত্যের ইতি টানেন তিনি; এরপর আর বিয়ে করেননি।
প্রায় এক যুগ ধরে ‘একা’ জীবন কাটাচ্ছেন জয়া। তাই তো অভিনেত্রীকে নিয়ে অনেকের কৌতূহল, সংসারে তার কি মন নেই?
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে-সংসার নিয়ে প্রশ্নের মুখে পড়েন জয়া।
অভিনেত্রী জানান, ‘আমি তো সংসারই করি, করছি। বিয়ে করলেই কি শুধু সংসার হয়? আমার দায়িত্ব আছে এত এত, তা সংসারের চেয়ে কম কী! আমি তো এসব করেই সময় পাই না। সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না।’
তার জীবন দর্শন যেন অন্যদের চেয়ে খানিকটা ভিন্ন। নানা সময়ে প্রানী অধিকার নিয়ে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা গেছে।
গুনী এই অভিনেত্রী বলেন, ‘আমার চারটা চারপেয়ে বাচ্চা (পোষ্য)। আমার মা, পরিবারের ভাইবোন, আমার গাছপালা- সবকিছুই আমার সংসার।’
সম্প্রতি চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’-এর শেষ পর্ব ‘বেসুরা’ প্রকাশ পেয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। মা গুলতেকিন খানের সঙ্গে এই সিরিজের গল্পগুলো লিখেছেন নুহাশ।
এ সিরিজের শেষ পর্বে দর্শককে চমকে দিতেই ক্যামিও চরিত্রে হাজির হন জয়া। সেখানে মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর দীপ্ত পদচারনা, যা বিভিন্ন সময়ে অভিনয় অঙ্গনের অনুজদের অনুপ্রাণিত করছে। বাংলাদেশের উঠতি অভিনেত্রীদের অনেকেই তাই ‘জয়া আপা’ কে তাই আইডল মানেন।
জয়া আহসান অভিনয়ের স্বীকৃতি হিসেবে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরষ্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরষ্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর ২০০৪ সালে মুক্তি পায়। তিনি নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ও সৈয়দ শামসুল হক’র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে ও রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করেন।
এরপর তিনি অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগী (২০১৫), অনম বিশ্বাস পরিচালিত দেবী (২০১৮) ও মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কস (২০২২) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন।
এখনো ব্যস্ত তিনি, তবে সাদা জমিনের মত জীবন ।