ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

ভালোবাসা দিবসে কামাল আহমেদ এর মিউজিক ভিডিও ‘সাগর বেঁধেছি’


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১১:২৯ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ভালোবাসা দিবসে কামাল আহমেদ এর  মিউজিক ভিডিও ‘সাগর বেঁধেছি’
শিল্লী কামাল আহমেদ এর মিউজিক ভিডিও’র একটি ডিজিটাল প্রচ্ছদ

 

বিশ্ব ভালবাসা দিবস ২০২৫ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর নিবেদন শিল্পী কামাল আহমেদ’র প্রেমের স্যাড রোমান্টিক মিউজিক ভিডিও “সাগর বেঁধেছি” আগামী ১৪ই ফেব্রুয়ারি  সকাল ৭ টায়  প্রকাশিত হচ্ছে।

“মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হবে। মিউজিক ভিডিও’র গানটির কথা লিখেছেন শাহীন আনোয়ার, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আলী হোসেন, ভিডিওগ্রাফি ও পরিচালনায় ঐশ্বর্য বীরজান এবং মডেলিং করেছেন শামা ফারজানা। 

এই মিউজিক ভিডিও গানটির অডিও ভার্সন “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

গানটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে।

ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”।

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে শিল্পী কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ৩১ টি অডিও এ্যালবাম প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য এ্যালবামগুলো হলো : 
 সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত), নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত), পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯), ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত), নিঃশব্দ চরনে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত), গোধূলি ( হারানো দিনের গান), কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত),বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত),  ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত), নিদ্রাহারা রাতের গান, স্বরলিপি (দ্বৈতকন্ঠে আধুনিক গান) বনলতা সেন (কবি জীবনানন্দ দাশ’র কবিতার গান) আরো একাধিক এ্যালবাম প্রকাশ পেয়েছে।

শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন। উল্লেখযোগ্য এ্যাওয়ার্ড গুলো হলো:  
 সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০) ,অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, ভারত (২০১৭), বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭), ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭), রাজশাহী বেতার শিল্পী সংবর্ধনা সম্মাননা (২০১৮), জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯), আকাশ মিডিয়া ভুবন সম্মাননা (২০২২)
 “ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড (২০২৩), “দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড” (২০২৩) (ঢাকা বিশ্ববিদ্যালয়)

 গুনী এই শিল্পী গণযোগকে বলেন,

সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, সঙ্গীত - ভরা জীবনের সুন্দর একটা জয় চান। যে সঙ্গীত সুন্দরের কথা বলে - সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।   

Side banner
Side banner
Link copied!