লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার একটি লাইভও করেন। ওই লাইভে লামিয়ার গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। ভিডিওতে লামিয়া বলছিলেন, তার পা ভেঙে ফেলা হয়েছে। তিনি হাঁটতে পারছেন না। গাড়িও ভাঙা হয়েছে।
যদিও পাল্টা অভিযোগ করেছেন লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতি। তার দাবি, জমি সংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে তার (প্রীতি) ওপর হামলা চালিয়েছেন লামিয়া।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, লামিয়ার মামা টিপু সুলতান অন্তত ৯ বছর আগে মারা গেছেন। তবে তার পরিবারের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান। শনিবার বিচার-সালিশ বসানো হয়। ওই সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দু’পক্ষই হাতাহাতিতে জড়ান। তখন লামিয়ার গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার দু’জন প্রত্যক্ষদর্শী বলেন, সালিশে লামিয়ার পক্ষের লোকজনও ছিলেন। তার সঙ্গে ঢাকা থেকে আসা কয়েকজনও ছিলেন।
লামিয়ার মামি প্রীতি বলেন, আমার স্বামী মারা গেছে ৯ বছর। আমার স্বামীর নামে ৩৮ শতাংশ জমি আছে। আমি আমার দুই সন্তানকে নিয়ে বসবাস করি। আমার একটা ছেলে অটিস্টিক। আমার স্বামীর জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিশ বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়।
আহত অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও জানান প্রীতি। তবে, লামিয়ার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা যায়নি।