ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

ঈদে কামাল আহমেদ ও হোমায়েরা বশিরের মিউজিক ভিডিও “ঢেউ”


গণযোগ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৩:৩৪ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ঈদে কামাল  আহমেদ ও হোমায়েরা বশিরের মিউজিক ভিডিও “ঢেউ”
 শিল্পী কামাল আহমেদ ও  হোমায়েরা বশিরের  মিউজিক ভিডিও “ঢেউ” এর ডিজিটাল প্রচ্ছদ

 

এবার ঈদ উপলক্ষে জনপ্রিয় শিল্পী কামাল আহমেদ ও  হোমায়েরা বশিরের 
এর মিউজিক ভিডিও “ঢেউ” রিলিজ হতে যাচ্ছে। এটি খ্যাতনামা প্রতিষ্ঠান মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে প্রকাশিত হচ্ছে।

ঈদুল ফিতরের আগের দিন সন্ধ্যা ৭ টায় চাঁদ রাতে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই মিউজিক ভিডিওর প্রকাশনা সম্পন্ন করা হবে।

এর গানের কথা লিখেছেন- মুনশী ওয়াদুদ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন- মোঃ গোলাম সারোয়ার, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন তৈয়েব রহমান, সম্পাদনা করেছেন: ইকরামুল হক ইহান।

মিউজিক ভিডিওটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। গানটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে।

ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”। ডিজিটাল সাপোর্টার হিসেবে কাজ করেছে ভারজডসফট লিমিটেড। 

‘ঢেউ’ মিউজিক ভিডিওটি স্মৃতির শহরে এ্যালবামের একটি গান। “স্মৃতির শহরে”এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের ১৫ (পনের)টি গান রয়েছে। 

সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি কর্মজীবনে বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।

সরকারি চাকুরীকে ছাপিয়ে তিনি সঙ্গীতে হয়েছেন ঋদ্ধ। সঙ্গীতের সব শাখাতেই তার বিচরণ রয়েছে। 

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ৩১টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।


শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন। 

সঙ্গীতময় জীবনে তিনি সবার শুভকামনা চান, চান সঙ্গীত-ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে - সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।  

গণযোগ/এমএইচ 

Side banner
Side banner
Link copied!