বাংলাদেশে নারী নির্মাতা খুব বেশি নয়, সংখ্যাটা হাতে গোনা। তাদের মধ্যে লতা আচারিয়া একজন। প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে তরুন এই নির্মাতা প্রায় দুশো’র বেশি মিউজিক ভিডিও, একাধিক শর্ট ফিল্ম, নাটক নির্মান করেছেন।
বেশ কিছু নাটকের চিত্রনাট্যও লিখেছেন।
জনপ্রিয় অভিনেতা মনোজ ও অভিনেত্রী সামিরা খান মাহীকে নিয়ে তার সর্বশেষ নাটক ‘টোপ’ বেশ দর্শক প্রিয়তা পেয়েছে।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের সংগীত আয়োজনে নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী শুভমিতা। লতা নিজেও একটি গানে কন্ঠ দিয়েছেন।
পরিচালনার পাশাপাশি সোফিয়ার একদিন, আমি তুমি ও রাশিফল, মুম্বাসা সিরিজসহ বেশ কিছু চিত্রনাট্য লিখেছেন এই গুনী নির্মাতা।
জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন, মেজবাউদ্দিন সুমনদের সাথে শুরুর দিকে বেশ কিছু কাজ করেছেন।
লতা আচারিয়া ২০১৩ সালে তার পরিচালনার প্রথম কাজ শুরু করেন। যদিও ২০০৯ সাল থেকে মিডিয়ায় কাজ করা শুরু করেছেন তিনি।
জানতে চাওয়া হয়েছিলো নারী নির্মাতা হিসেবে কোন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে কিনা ? এই প্রশ্নের উত্তরে এই নির্মাতা গণযোগকে বলেন, ‘আমরা যারা ক্যামেরার পিছনে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছি, একটু এক্সপেরিমেন্ট করতে চাই, নতুন কিছু করতে চাই, তখন দেখা দেয় মূল সমস্যা- জনপ্রিয় আর্টিস্টদের নিয়ে কাজ না করলে কোন প্রযোজনা প্রতিষ্ঠান গুরুত্ব দেয় না।নারীদের ক্যামেরার পিছনে কাজ করার বিষয়টি অনেকেই সহজভাবে নিতে পারে না।’
সামনে নতুন কোন নাটক বা চলচ্চিত্র নির্মাণের চিন্তা ভাবনা আছে কিনা ?
-‘আগামীতে ভালো কিছু কাজ করা ইচ্ছে আছে, প্রস্তুতি চলছে।’
গণযোগ/এমএইচ