ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

‘দ্য টর্চাড পোয়েটস ডিপার্টমেন্ট’ -টেলর সুইফট শীর্ষে


গণযোগ | বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১২:১০ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ‘দ্য টর্চাড পোয়েটস ডিপার্টমেন্ট’ -টেলর সুইফট শীর্ষে
ছবি: সংগৃহীত

 

তুমুল জনপ্রিয় মার্কিন পপ গায়িকা টেলর সুইফটের অ্যালবাম ‘দ্য টর্চাড পোয়েটস ডিপার্টমেন্ট’ দিয়ে আবারও যুক্তরাজ্যের অ্যালবাম চার্টের শীর্ষস্থান দখল করেছেন।


পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালবামটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত ১৯ এপ্রিল একটি সাইনযুক্ত সিডি সংস্করণসহ নতুন রি-ইস্যু প্রকাশ করা হয়। এর ফলস্বরূপ, অ্যালবামটি চার্টে ২৩ ধাপ লাফিয়ে উঠে টানা ১১ সপ্তাহের জন্য এক নম্বর অবস্থান ধরে রেখেছে। এটি টেলর সুইফটের যুক্তরাজ্যে সবচেয়ে দীর্ঘ সময় শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড।

বিলবোর্ড সূত্রে জানা যায়, ২০২৪ সালের এপ্রিল মাসে মুক্তির সময়, তার জনপ্রিয় অ্যালবাম ‘দ্য টর্চাড পোয়েটস ডিপার্টমেন্ট’ দিয়ে একাধিক রেকর্ড গড়েছিল, যা এড শিরানের ‘ডিভাইড’ অ্যালবামের পর যুক্তরাজ্যে সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহের বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছিল এবং এমনকি অ্যাডেলের ‘থার্টি’ অ্যালবামকেও অতিক্রম করেছিল।


অ্যালবামটি মুক্তির এক বছর পরও সুইফটের জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ চার্টেও এটি ১৭ সপ্তাহ ধরে এক নম্বরে অবস্থান করেছে, যা তার বৈশ্বিক সাফল্য আরও দৃঢ়ভাবে প্রমাণ করে।


এ ছাড়া এ বছর শুরুর দিকে টেলর সুইফট ম্যাডোনাকে পেছনে ফেলে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নাম্বার এক অ্যালবামের অধিকারী নারী শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

 

গণযোগ/এনএন

Side banner
Side banner
Link copied!