প্রেমের পাঁচালি --এক.
---শাহীন মজদুর---
এসেছে নাগর দ্বারে নাগরী তোমার,
আলগা করে দাও তাই কপাটের খিল;
সঙ্গমের এ দিবসে জমিনে এবার
পলির নৈবেদ্য দিবে ধান আর তিল।
রজঃস্বলা ধরণীর নীরব বিলাপে
বৃষ্টিদেব তারে দেয় দরদি শীৎকার;
তেমনি হে মানবিকা--আদিম উত্তাপে
দিলাম দর্শনি এই আতিথেয়তার।
দাসখত আর যত দরিদরা পিষে
রঙিন সুতোয় এসো বাঁধি করপল্লব।
উদ্ধত ফলার চোটে পলি মিশে মিশে
ব্যক্ত হোক ফসলের শাশ্বত গৌরব।
ঐকান্তিক প্রেমই সত্য আর সব মিছে,
পৃথিবীর সাক্ষ্যপত্র লিখে যার স্তব।
কালের সমাজ / আ.য