ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

গরমে মধু খাওয়ার সতর্কতা


গণযোগ | স্বাস্থ্য ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১০:৪৩ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম গরমে মধু খাওয়ার সতর্কতা
ছবি: সংগৃহীত

মধু এমন একটি সুপারফুড যেটি সবসময় খাওয়া যেতে পারে। তবে গরমে মধু খাওয়ার কিছু সতর্কতা রয়েছে।

গরমে মধু খাওয়ার কিছু  সতর্কতা দেখে নিন-


সতর্কতা-

১. অতিরিক্ত খাওয়া ঠিক নয় – মধু গরম প্রকৃতির, তাই অতিরিক্ত খেলে শরীর আরও গরম হয়ে যেতে পারে এবং পানিশূন্যতা তৈরি হতে পারে।

২. গরম পানির সঙ্গে খুব বেশি মধু না মেশানো ভালো – উচ্চ তাপমাত্রায় মধুর পুষ্টিগুণ নষ্ট হতে পারে এবং এটি টক্সিক হয়ে উঠতে পারে।

৩. ডায়াবেটিস রোগীদের পরিমিত খাওয়া উচিত – মধুতে প্রাকৃতিক চিনি থাকলেও এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

কীভাবে খাবেন?

১. সকালে ১ গ্লাস কুসুম গরম পানির সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।

২. লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করে খাওয়া ভালো।

৩. সরাসরি ১ চামচ মধু খাওয়া যেতে পারে, তবে অতিরিক্ত পরিমাণে নয়।


গরমে মধু খাওয়া উপকারী, তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত। সঠিকভাবে খেলে এটি শরীরকে সুস্থ রাখবে ও শক্তি জোগাবে। 

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!