ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে ২১ জন নিহত হয়েছে


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০১:১০ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম নির্বাচন পরবর্তী সহিংসতায়  মোজাম্বিকে ২১ জন নিহত হয়েছে
ছবি: বাসস

‘রাজধানী মাপুতুতেও বিক্ষোভকারী এবং পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শত শত বিক্ষোভকারী ছোট ছোট দলে বিভক্ত হয়ে সেখানে পুলিশের উপর ইট-পাথর ছুঁড়ে। দোকানে আগুন দেয় এবং লুটপাট করে’

 

নির্বাচন পরবর্তী সহিংসতায় গত চব্বিশ ঘণ্টায় মোজাম্বিকে অন্তত ২১ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন পুলিশ অফিসার। মপুতু থেকে এএফপি’র খবরে এ কথা বলা হয়।
 
গত সোমবার ক্ষমতাসীন দল ফ্রিলিমো পার্টিকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হলে দেশটিতে সহিংসতার সূত্রপাত হয়।
  
দেশটির সর্বোচ্চ আদালত গত সোমবার ঘোষণা করে যে, নির্বাচনে ক্ষমতাসীন ফ্রিলিমো পার্টি বিজয়ী হয়েছে। গত অক্টোবরের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আর ফ্রিলিমো পার্টি মোজাম্বিকে ক্ষমতায় আছে ১৯৭৫ সাল থেকে।
 
মঙ্গলবার সকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাসকোয়াল রোন্ডা এক সংবাদ সম্মেলনে বলেছে, নির্বাচন পরবর্তী সময়ে দেশে ২৩৬টা সহিংসতার ঘটনা ঘটেছে। অন্তত ২৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে আছে ১৩ জন পুলিশ অফিসার। 

তিনি আরও বলেছেন, অস্ত্রধারীরা পুলিশ স্টেশন, জেলখানা এবং অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে। এসব ঘটনায় ৭০ জনকে আটক করা হয়েছে। 
  
এর আগে রাজধানী মাপুতুতেও বিক্ষোভকারী এবং পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শত শত বিক্ষোভকারী ছোট ছোট দলে বিভক্ত হয়ে সেখানে পুলিশের উপর ইট-পাথর ছুঁড়ে। দোকানে আগুন দেয় এবং লুটপাট করে। 

গত সোমবার হাইকোর্ট ফ্রিলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিলে সন্ধ্যায় বিক্ষোভকারীরা দেশটির প্রধান সব সড়ক অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। চ্যাপোর প্রধান প্রতিদ্বন্ধী নির্বাসিত নেতা ভেনানসিও মন্ডলানে দাবী করছে, নির্বাচনে কারচুপি করা হয়েছে। 

Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Side banner
Link copied!