ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, ২০২৪ সালে সংঘাত-সংশ্লিষ্ট দুই হাজার ৫৪৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে দুই হাজার ২৬৭ জন।

২০২৪ সালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ৬৮৫ জন সদস্য নিহত


গণযোগ প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ১২:২৩ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ২০২৪ সালে পাকিস্তানের  নিরাপত্তা বাহিনীর ৬৮৫ জন সদস্য নিহত
২০২৪ সাল পাকিস্তানের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর

 

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪:

নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের জন্য গত এক দশকের মধ্যে ২০২৪ সাল পাকিস্তানের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর। দেশটিতে এ বছর ৪৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ৬৮৫ জন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর হামলায় পাকিস্তানে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ এক হাজার ৫১২ জনের প্রাণহানি ঘটেছে। এটি গত এক দশকের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। প্রতিদিন দেশটিতে অন্তত নয়জন নিহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নভেম্বর মাসে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বেশি হামলা ও সংঘাতের ঘটনা ঘটেছে। 

 

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, ২০২৪ সালে সংঘাত-সংশ্লিষ্ট দুই হাজার ৫৪৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে দুই হাজার ২৬৭ জন। এদের মধ্যে বেসামরিক, নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন।  

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান তাদের নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করে। অন্যদিকে টিটিপিও পাকিস্তানে অনেক হামলার দায় স্বীকার করেছে। 

 

চলতি মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এনিয়ে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে দেশ দুইটির মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা তুঙ্গে। 

Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Side banner
Link copied!