লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ শনিবার বলেছেন, দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে এখনও অনেক বাড়িঘরে আগুনের শিখা দেখা যাচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিসুরক্ষা বিভাগ ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত সবচেয়ে বড় দাবানল প্যালিসেডের মাত্র আট শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই আগুনে আট হাজার হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে।
দ্বিতীয় বৃহত্তম ইটন দাবানলের তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি। এই আগুনে প্রায় ছয় হাজার হেক্টর ভূমি পুড়েছে।
লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে প্যালিসাডেস এবং ইটন দাবানলকে ইতিমধ্যেই সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল হিসাবে দেখা হচ্ছে । এ দুটি দাবানলে প্রায় ৪৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং প্রায় ১০,০০০ কাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে।