ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হত্যা মামলার আসামি  ছোট আবির গ্রেপ্তার


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৩:১৯ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হত্যা মামলার আসামি  ছোট আবির গ্রেপ্তার
প্রতিকী ছবি


গণযোগ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হাওলাদার হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মোঃ আবির ইসলাম ওরফে ছোট আবির (১৯)’কে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা থেকে গত ৬ জানুয়ারি  সন্ধ্যায় গ্রেফতার করেছে র‌্যাব-২। 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-২ সূত্রে জানা যায়, গত  বছরের ২০সেপ্টম্বর  আনুমানিক বেলা ৩টার দিকে ভিকটিম মোহাম্মদপুরের  বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে ফুটবল খেলা দেখে পাঁয়ে হেটে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। এক পর্যায়ে ভিকটিম রায়েরবাজার এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আসামি মোঃ আবির ইসলাম ওরফে ছোট আবির সহ তার অন্যসহযোগীরা সংঘবদ্ধ হয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম মুন্না হাওলাদারকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

ঐ সময় স্থানীয়রা ছুটে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো প্রায় ১৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা  দায়ের করেন। 

 ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে মামলায় জড়িত আসামিদের গ্রেফতার লক্ষ্যে  র‌্যাব এ বিষয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল অভিযান পরিচালনা করে গত ৬ জানুয়ারি সন্ধ্যায় আসামিকে ঢাকার মোহাম্মদপুর  রায়েরবাজার এলাকা হতে গ্রেফতার করে। ছোট আবির কে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র‌্যাব-২ পক্ষ থেকে গণমাধ্যমে বিষয়টি জানানো হয়।


 

Side banner
Side banner
Link copied!