নিজস্ব প্রতিনিধি: র্যাব-২, এর মাদক বিরোধী বিশেষ অভিযানে রাজধানী ঢাকার বিভিন্ন স্থান হতে ১১৮ বোতল ফেন্সিডিল, ইয়াবা এবং হেরোইনসহ শীর্ষ মাদক কারবারী আরিফ রহমান লিটন ওরফে টাওয়ার লিটনসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এই অভিযানে রাজধানীর হাতিরঝিল থানা এলাকা হতে মোঃ ইমরান হোসেন (২৩) ও মোছাঃ মাহফুজা খাতুন (২২) এবং হাজারীবাগ থানা এলাকা হতে ৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী মোঃ জাকারিয়া (৩৭) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে রায়েরবাজার এলাকা হতে ১২২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারী মোঃ আরিফ রহমান লিটন ওরফে টাওয়ার লিটন কে (৩৬), আসামীদের গত ৬ জানুয়ারি সন্ধ্যার সময় গ্রেফতার করেছে র্যাব-২।
গত ০৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে একদল মাদক ব্যবসায়ী। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র্যাব-২ এর একটি দল রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারী আরিফ রহমান লিটন ওরফে টাওয়ার লিটনসহ সর্বমোট ০৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার করে।
আটককৃত আসামিরা জানায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা হতে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে রাজধানীসহ আশপাশের জেলায় বেশী দামে মাদক বিক্রয় করে থাকে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন (৭ জানুয়ারি) বলে জানা গেছে।
ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটির গণমাধ্যমে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।