ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

রায়ের বাজারে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০১:১১ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম রায়ের বাজারে পরিত্যক্ত অবস্থায়  অস্ত্র ও গুলি উদ্ধার
জব্দকৃত গুলি অস্ত্রসমূহ। ছবি র‌্যাব -২

 

গণযোগ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি শুটারগান, ১টি রিভলবার, ১টি খালি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি ও ৩টি ওয়াকি-টকি সেট উদ্ধার করেছে র‌্যাব-২।

গত রাত (৭ জানুয়ারি) সাড়ে দশটায় সংস্থাটির গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানানো হয়।

 

উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে  অপরাধীদের বিষয়ে গণমাধ্যমে উদ্বেজনক তথ্য উঠে এসেছে।

সাম্প্রতিক সময়ে সংঘবদ্ধ অপরাধীরা  এই এলাকায় নানা অপরাধ সংঘটিত করছে। এবং র‌্যাব-২ এর বিভিন্ন সময়ের অভিযানে তারা কেউ কেউ  গ্রেপ্তারও হচ্ছেন। তবে এলাকাটি লোকমুখে রাজধানীর শীর্ষ ‘ক্রাইমজোন’ হিসেবে চিহ্নিত হয়ে আছে।

Side banner
Side banner
Link copied!