ডেস্ক নিউজ: বাগের হাট জেলার মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল ১১ কেজি হরিণের মাংস'সহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তিরা হচ্ছে, কেরানীগঞ্জের মোঃ সোহেল হোসেন, মোঃ সাইদুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম,মোঃরবিন, ঝিনাইদহের কালীগঞ্জের মুক্তা, ও নেত্রকোনার কল্পনা আক্তার।
আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এসব তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২'টায় বিসিজি বেইজ মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনাকালে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস'সহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে স্টেশন কর্মকর্তা ঢাংমারী ফরেস্ট অফিস, চাঁদপাই এর কাছে হস্তান্তর করা হয়।
তথ্যসূত্র-বাসস