ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী সেলিম আশরাফী গ্রেপ্তার


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০১:৫৫ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম র‌্যাবের  অভিযানে  শীর্ষ সন্ত্রাসী  সেলিম আশরাফী গ্রেপ্তার
জেনেভা ক্যাম্পের চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী



ডেস্ক নিউজঃ রাজধানীর জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী ওরফে চোরা সেলিম (৪৪) কে রাজধানীর র‌্যাব-২ এর ‘দায়িত্বপূর্ণ’ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ বিভিন্ন আইনে ৩৫ টি মামলা রয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সন্ত্রাস দমন কার্যক্রমের নিয়মিত অংশ হিসেবে ৯ জানুয়ারি  এই অভিযান পরিচালনা করে।

 

র‌্যাবের ভাষ্যমতে, দীর্ঘ দিন যাবত রাজধানীর জেনেভা ক্যাম্পে অস্থিরতা বিরাজ করে আসছিল। মাদক ও অস্ত্র ব্যবসাকে কেন্দ্র করে বিরাজমান অস্থিরতার একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল জেনেভা ক্যাম্পের মাদক সিন্ডিকেটের মূল হোতা চুয়া সেলিম। এছাড়া, জেনেভা ক্যাম্প ও পার্শবর্তী এলাকাসমুহের মাদক ব্যবসা, ছিনতাই, খুন, মারামারি সহ বিভিন্ন অপরাধের প্রধান নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষক এই চুয়া সেলিম। জেনেভা ক্যাম্পের আইনশৃঙ্খলা উন্নত করতে এবং মোঃ সেলিম আশরাফী ওরফে চোরা সেলিম’কে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব-২।


এই লক্ষ্যে  র‌্যাব-২ এর একটি চৌকস আভিযানিক টিম ৯ জানুয়ারি নিজস্ব নিয়ন্ত্রণাধীন এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়,  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
                                    
 

Side banner
Side banner
Link copied!