ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.
র‌্যাবে-২ এর অভিযান

কাফরুলের চাঞ্চল্যকর শিশু ধর্ষণকারী মিলন গ্রেপ্তার


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০২:২৫ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম কাফরুলের চাঞ্চল্যকর শিশু ধর্ষণকারী মিলন গ্রেপ্তার
৯ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তারকৃত মিলন

 

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর কাফরুল থানা এলাকায় চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মিলন (৩০), পিতা- মৃত মঞ্জুর মোল্লা, থানা- কাফরুল, জেলা- ঢাকা’কে গত ২০ জানুয়ারি সন্ধায় রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মোঃ মিলন ও ভিকটিমের পরিবার পরস্পর প্রতিবেশি। গত বছরের ২০ অক্টোবর  সকাল অনুমানিক ১১ টা বাজে আসামি মোঃ মিলন শিশু ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশু ভিকটিমের চিৎকারে তার নানী এগিয়ে আসলে আসামি মোঃ মিলন ঘটনাটি কাউকে না জানানোর ভয় ভীতি দেখিয়ে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।

 

পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মোঃ মিলন (৩০)’কে আসামি করে ডিএমপি ঢাকার কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব-২ উক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল ২০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় আভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে ডিএমপি’র কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের  গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে।

 

র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

 

ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে; সংস্থাটির সহকারী পরিচালক আসিফ খান তপু’র গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Side banner
Side banner
Link copied!