ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
gonojog24
Bongosoft Ltd.

আদাবরের কিশোর গ্যাং লিডার মাউরা সোহেল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৭:১৭ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম আদাবরের  কিশোর গ্যাং লিডার মাউরা সোহেল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার
মাউরা সোহেল ও তার এক সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

 

২৬ ফেব্রুয়ারি ২০২৫: 

রাজধানীর আদাবর এলাকার ‘মাউরা গ্রুপ’ এর প্রধান ও কিশোর গ্যাং লিডার মোঃ সোহেল ওরফে মাউরা সোহেল (২৫) ও তার এক সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

গত ২৫ ফেব্রুয়ারি একাধিক দেশীয় অস্ত্র ও ২ টি মোবাইলসহ তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

 

র‌্যাব সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে আদাবর থানা এলাকায় আট-দশ জন  ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই স্থানে র‌্যাব অভিযান চালিয়ে মোঃ সোহেল ওরফে মাউরা সোহেল ও মোঃ আলাল হোসেনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাউরা সোহেল ‘মাউরা গ্রুপ’ এর প্রধান তার সদস্য সংখ্যা ২০-২৫ জন। সে আদাবর এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে এবং তার নেতৃত্বে চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালিত হয়। তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি দুজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র‌্যাব-২ এধরনের অভিযান অব্যাহত রাখবে এবং উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবিষয়ে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু বিষয়টি গণমাধ্যমে জানান।


 

Side banner
Side banner
Link copied!