০২ মার্চ ২০২৫:
মাদক বিরোধী অভিযানে রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা হতে তিনশো গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ২ জন মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৩২) ও জাহানারা বেগম ওরফে আছিয়া বেগম (৬৫) কে ২ মার্চ সকালে গ্রেপ্তার করেছে র্যাব-২। দুজনের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন দারুস সালাম থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাব-২ এর আভিযানিক দল উক্তস্থানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মোঃ লিটন ও জাহানারা বেগম ওরফে আছিয়া বেগম’দ্বয়কে গ্রেপ্তার করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে মাদক সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছ হতে একটি ব্যাগের ভিতর ৩০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য ও হেরোইন নানা কৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে, র্যাব-২ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক খান আসিফ তপু বিষয়টি নিশ্চত করেন। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।