১৮ মার্চ,২০২৫:
রাজধানীর কাফরুল থানার চাঞ্চল্যকর মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সুমন মিয়া (৩২)’কে গত ১৫ মার্চ রাতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকা থেকে র্যাব-২ ও র্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে ।
মামলার এজাহার সূত্রে জানা যায়,
অত্র মামলার ভিকটিম মোঃ মেহেদী হাসান পেশায় একজন পিকআপ গাড়ির চালক। সে তার স্ত্রী সন্তানসহ রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। মামলার ১ নম্বর আসামি রনি (২৫) উক্ত মামলার বাদী ভিকটিমের বড় ভাইয়ের ভাগিনার স্ত্রীকে প্রায় সময় উত্যক্ত করতো। বিষয়টি বাদী নিজে এবং তার ছোট ভাই ভিকটিম মেহেদী হাসান জানতে পারে। বিষয়টি জানার পর ভিকটিম মেহেদী হাসান আসামি রনিকে সতর্ক করলে আসামি ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়।
ঐ ঘটনার জের ধরে গত ১০ ফেব্রুয়ারি সকালে আসামি রনি ভিকটিম মেহেদীকে ফোন করে ঘটনাস্থল কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার গলিপথের রাস্তার উপর আসতে বলে। ভিকটিম উক্ত স্থানে পৌঁছালে ঐ মামলার এজাহারভুক্ত আসামিদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে আসামিরা ভিকটিম মেহেদীকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্তভাবে জখম করে।
ঘটনাস্থল থেকে ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ মেহেদি হাসান কে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় প্রকাশিত হয়। উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৫ মার্চ রাতে হত্যা মামলার আসামি মোঃ সুমন মিয়া (৩২)’কে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকা থেকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে।
আসামিকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানান।