ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:২৩ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন
বদরুদ্দোজা বাদল (বাঁয়ে) ও গাজী তৌহিদুল ইসলাম ।ছবি: সংগৃহীত

 

বদরুদ্দোজা বাদলকে আহ্বায়ক এবং গাজী তৌহিদুল ইসলামকে সদস্যসচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।

বদরুদ্দোজা বাদল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক। এই ইউনিট কমিটিতে ২৬ জন আইনজীবী সদস্য হিসেবে রয়েছেন।

 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মহাসচিব কায়সার কামাল অনুমোদিত এ-সংক্রান্ত গত ২৯ মার্চের সিদ্ধান্তে বলা হয়, এই কমিটিকে (২৬ সদস্যবিশিষ্ট) আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হলো। এই কমিটি প্রয়োজন সাপেক্ষে কেন্দ্রীয় কমিটির মতামতের ভিত্তিতে বর্ধিত করতে পারবেন।

 

 

২৬ সদস্যদের মধ্যে আইনজীবী জামিল আক্তার এলাহী, রাগিব রউফ চৌধুরী, মো. গোলাম নবী, মালিক লাল ঘোষ, শেখ জাকির হোসেন, মাহমুদুল আরেফিন, মাজেদুল ইসলাম পাটোয়ারী, ফারুক হোসেন, শাকিলা ফারজানা, সাইফুল ইসলাম (গাইবান্ধা), মো. বুলবুল আবু সাঈদ শামীম ও মো. সেলিম মিয়ার নাম রয়েছে।

গণযোগ/এমএইচ

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর

Side banner
Link copied!